ক্রমিক নং |
সেবা/অধিকারের বিষয় |
সেবা প্রদানের পদ্ধতি ও শর্তাবলী |
সময়সীমা |
প্রতিকার পদ্ধতি |
০১। |
ক্ষুদ্র ও কুটির শিল্পের নিবন্ধন |
|
|
|
|
ক) প্রস্তাবিত শিল্প- |
*নির্ধারিত মূল্যে নিবন্ধনের আবেদন ফরম সরবরাহ। *আবেদন প্রাপ্তির পর নিবন্ধন বিষয়ে সিদ্ধামত প্রদান। *গৃহীত সিদ্ধামত সংশ্লিষ্ট উদ্যোক্তাকে অবহিতকরণ/নিবন্ধণ প্রদান। |
তাৎক্ষনিক।
৩ কার্যদিবস।
৩ কার্যদিবস।
|
আঞ্চলিক পরিচালক/পরিচালক ( উন্নয়ন ও সম্প্রসারণ) এর লিখিত অভিযোগ দাখিল করা যেতে পারে। |
|
খ) বিদ্যমান প্রকল্প- |
*নির্ধারিত মূল্যে নিবন্ধনের আবেদন ফরম সরবরাহ। *আবেদন প্রাপ্তির পর নিবন্ধন বিষয়ে সিদ্ধামত প্রদান। *গৃহীত সিদ্ধামত সংশ্লিষ্ট উদ্যোক্তাকে অবহিতকরণ/নিবন্ধণ প্রদান। |
তাৎক্ষনিক।
৫ কার্যদিবস।
৩ কার্যদিবস।
|
আঞ্চলিক পরিচালক/পরিচালক ( উন্নয়ন ও সম্প্রসারণ) এর লিখিত অভিযোগ দাখিল করা যেতে পারে। |
০২। |
বিসিকের তত্তাবধানে ঋণ কার্যক্রম- |
|
|
|
|
ক) ক্ষুদ্র শিল্প- |
*নির্ধারিত মূল্যে ঋণ আবেদন ফরম সরবরাহ। *সহায়ক কাগজপত্রসহ আবেদন প্রাপ্তির পর ঋণ প্রস্তাব মূল্যায়ন ও ঋণ মঞ্জুরী কমিটির সভায় উপস্থাপন, সিদ্ধামত গ্রহণ এবং গৃহীত সিদ্ধামত সংশ্লিষ্ট উদ্যোক্তাকে অবহিতকরণ। *ঋণ মঞ্জুর হওয়ার পর ঋণ নিয়মাচার অনুযায়ী ডকুমেন্টেশন সম্পন্ন করে ঋণ বিতরণ। |
তাৎক্ষনিক। ১৫ কার্যদিবস।
৫ কার্যদিবস।
|
আঞ্চলিক পরিচালক/পরিচালক ( উন্নয়ন ও সম্প্রসারণ) এর লিখিত অভিযোগ দাখিল করা যেতে পারে। |
|
খ) কুটির শিল্প- |
*নির্ধারিত মূল্যে ঋণ আবেদন ফরম সরবরাহ। *সহায়ক কাগজপত্রসহ আবেদন প্রাপ্তির পর ঋণ প্রস্তাব মূল্যায়ন ও ঋণ মঞ্জুরী কমিটির সভায় উপস্থাপন, সিদ্ধামত গ্রহণ এবং গৃহীত সিদ্ধামত সংশ্লিষ্ট উদ্যোক্তাকে অবহিতকরণ। *ঋণ মঞ্জুর হওয়ার পর ঋণ নিয়মাচার অনুযায়ী ডকুমেন্টেশন সম্পন্ন করে ঋণ বিতরণ। |
তাৎক্ষনিক।
৭ কার্যদিবস।
৩ কার্যদিবস।
|
আঞ্চলিক পরিচালক/পরিচালক ( উন্নয়ন ও সম্প্রসারণ) এর লিখিত অভিযোগ দাখিল করা যেতে পারে। |
০৩। |
প্রজেক্ট প্রোফাইল- |
*উদ্যোক্তার চাহিদা অনুযায়ী প্রজেক্ট প্রোফাইল প্রণয়ণ ও সরবরাহ। |
৩০ কার্যদিবস |
আঞ্চলিক পরিচালক/পরিচালক ( উন্নয়ন ও সম্প্রসারণ) এর লিখিত অভিযোগ দাখিল করা যেতে পারে। |
০৪। |
ঋণ প্রস্তাব প্রণয়ণ ও মূল্যায়ন করে অর্থায়নের জন্য বিভিন্ন ব্যাংকে সুপারিশসহ ঋণ প্রস্তাব প্রেরণ |
* চেকলিষ্ট অনুযায়ী সহায়ক কাগজপত্রসহ ঋণ আবেদন পত্র গ্রহণ। *প্রকল্প মূল্যায়ন প্রতিবেদন তৈরী করে সুপারিশসহ অর্থায়নের জন্য ঋণ প্রস্তাব ব্যাংকে প্রেরণ। |
তাৎক্ষনিক।
১৫ কার্যদিবস।
|
- ঐ- |
০৫। |
ক্ষুদ্র শিল্পের সাব-কণ্ট্রাকটিং তালিকা ভূক্তিকরণ প্রস্তাব প্রেরণ |
*সহায়ক কাগজপত্রসহ আবেদন গ্রহণ। *পরিদর্শন করে উপ-মহাব্যবস্থাপক/সাব- কণ্ট্রাকটিং সেল/মহাব্যবস্থাপক (প্রযুক্তি) এর নিকট প্রতিবেদন প্রেরণ। |
তাৎক্ষনিক।
৭ কার্যদিবস।
|
- ঐ- |
০৬। |
ক্ষুদ্র শিল্পের সাব-কণ্ট্রাকটিং তালিকাভূক্তিকরণ প্রস্তাব প্রেরণ |
*সহায়ক কাগজপত্রসহ আবেদন গ্রহণ। *শিল্প ইউনিট পরিদর্শন করে মতামত সুপারিশসহ মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) এর নিকট প্রেরণ। |
তাৎক্ষনিক। ৭ কার্যদিবস।
|
- ঐ- |
০৭। |
শিল্পনগরীর প্লট ব্যাংকে দায়বদ্ধ রাখা সংক্রামত অনাপত্তি পত্র প্রদান। |
* জমির সমূদয় কিসিত্ম ও অন্যান্য পানওনা পরিশোধ প্রসংগে। |
১০ কার্যদিবস। |
- ঐ - |
০৮। |
বিপনন সম্ভাব্যতা প্রতিবেদন প্রণয়ণ। |
* উদ্যোক্তা/আর্থিক প্রতিষ্ঠানের চাহিদানুযায়ী বিপনন সম্ভাব্যতা প্রতিবেদন প্রণয়ণ ও সরবরাহকরণ। |
১০ কার্যদিবস। |
- ঐ - |
(৩) বিসিক যে সব সেবা সুবিধা প্রদান করছে।
০১। |
শিল্প উদ্যোক্তা চিহ্নিতকরণ |
০২। |
শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ |
০৩। |
প্রজেক্ট প্রফাইল প্রণয়ন |
০৪। |
প্রকল্প নির্বাচনে সহযোগীতা |
০৫। |
প্রকল্প প্রসত্মাব প্রণয়ণ |
০৬। |
প্রকল্প মূল্যায়ণ |
০৭। |
ঋণ ব্যবস্থাকরণ (নিজস্ব ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে)। |
০৮। |
উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগে শিল্প স্থাপন সংক্রামত্ম পরামর্শ প্রদান |
০৯। |
শিল্প ইউনিট নিবন্ধন(রেজিষ্ট্রেশন)। |
১০। |
ঋণ বিতরণকৃত প্রকল্পের বাসত্মবায়ন তদারকীকরণ। |
১১। |
ঋণ আদায়ের জন্য শিল্প ইউনিট পরিদর্শন। |
১২। |
নকশা-নমুনা উন্নয়ন ও বিতরণ। |
১৩। |
কারিগরী তথ্য সংগ্রহ ও বিতরণ। |
১৪। |
বিপনন সমীক্ষা প্রণয়ণ। |
১৫। |
সাব-কণ্ট্রাক্টিং ও সহযোগী শিল্প স্থাপনে সহায়তা। |
১৬। |
পণ্য বিপনন সহায়তাকরণ। |
১৭। |
অবকাঠামোগত সুবিধাদি প্রদান। |
১৮। |
রুগ্ন শিল্প সমীক্ষা প্রণয়ন ও রুগ্নতা নিরসনে পদক্ষেপ গ্রহণ। |
১৯। |
পণ্যের গুনগত মান উন্নয়নে সহায়তা। |
২০। |
কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানী। |
২১। |
আমদানী লাইসেন্সের ব্যবস্থাকরণ। |
২২। |
মেলা ও প্রদর্শনী আয়োজন। |
২৩। |
আমতঃ প্রতিষ্ঠানিক সমন্বয় সাধন। |
২৪। |
নতুন প্রযুক্তি ও আধুনিক উৎপাদন প্রক্রিয়া সম্পর্কিত তথ্য প্রদান। |
২৫। |
সম্প্রসারণমূলক সুবিধাদি প্রদান। |
২৬। |
ক্ষুদ্র ও কুটির শিল্পের নীতিমালা প্রণয়ণে সরকারকে সহায়তা প্রদান। |
২৭। |
শিল্প স্থাপন সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষা পরিচালনা। |
২৮। |
শিল্প সংক্রামত সাধারণ ও প্রযুক্তিগত তথ্য। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস